• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

২ ওভারে ‘৩’ থেকে পাওয়ারপ্লেতে ‘৭৫ রান’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ মে ২০২২, ২০:৪৪
২ ওভারে ‘৩’ থেকে পাওয়ারপ্লেতে ‘৭৫ রান’
ছবি- ক্রিকইনফো

আইপিএলে চলছে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ। যেখানে চেন্নাইয়ের হয়ে রাজস্থান বোলারদের উপর রীতিমতো টর্নেডো বইয়ে দিচ্ছেন চেন্নাইয়ের মঈন আলী ও ডেভন কনওয়ে।

ব্রাবোর্ন স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে হারিয়ে বসে চেন্নাই। এই ওপেনার করেন ২ রান। প্রথম দুই ওভারে চেন্নাই রুতুরাজকে হারিয়ে তুলতে পারে মোটে ৩ রান।

এরপরই ব্যাট হাতে আগ্রাসী হয়ে ওঠেন দুই ব্যাটসম্যান। যার শুরু কনওয়ের ব্যাটে। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টকে ছয় ও চার হাঁকিয়ে ১২ রান তোলেন কনওয়ে। পরের ওভারে ঝড় তোলেন মঈনও। প্রাসিধ কৃষ্ণার এই ওভার থেকে মঈন তোলেন ১৮ রান। যেখানে ৩ চার ও ১ ছয় মারেন মঈন।

পাওয়ার প্লের মধ্যকার পঞ্চম ওভারেও রানের চাকা চালু রাখেন মঈন। এই ওভার থেকে চেন্নাইয়ের এই ইংলিশ ব্যাটার তোলেন ১৬ রান। তবে মঈন তান্ডবের সর্বোচ্চটা বাকি ছিল বোল্টের জন্য।

চেন্নাইয়ের ইনিংসের পাওয়ার প্লের শেষ ওভার থেকে বোল্টের ওই ওভারে ২৬ রান তোলেন মঈন। যেখানে প্রথম বলে ছয় হাঁকানোর পর টানা পাঁচ বলে ৫টি চার মারেন মঈন। ৪ বলে শূন্য থেকে ১৯ বলেই ফিফটি করে ফেলেন মঈন।

চেন্নাইও ২ ওভারে মাত্র ৩ রান থেকে পাওয়ারপ্লে শেষ করে ৭৫ রান নিয়ে। যেখানে মঈনের সংগ্রহ ছিল ৫৯ রান এবং কনওয়ের ১৪ রান।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
মোস্তাফিজের উপর আনা গাঙ্গুলীর অভিযোগকে ভুল প্রমাণ করলেন ধোনি
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
X
Fresh