• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রেকর্ডের দিনে বোর্ড কর্তাদের খোঁচা মুশফিকের স্ত্রী’র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মে ২০২২, ১৭:৩৪
স্ত্রীর সঙ্গে মুশফিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। দেশ সেরা ব্যাটারের খ্যাতি পাওয়া মুশফিক ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে শুনতে হচ্ছে কটু কথা।

তার রিপ্লেসমেন্ট নিয়ে না না সময় কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু হবার কদিন আগে বোর্ড কর্তাদের সঙ্গে মিটিং শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, 'সিনিয়র ক্রিকেটারদের উচিৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা। বিশেষ করে মুশফিক এখনো খেলছে। কিন্তু ওর চিন্তা ভাবনা জানা যাবে। ও কী ভাবছে, আমরা জানতে পারবো।'

বোর্ড কর্তাদের এমন ভাবনার পর চট্টগ্রাম টেস্টে নেমেই পাঁচ হাজার রান পূর্ণের পাশাপাশি খেলেছেন ১০৫ রানের ইনিংস। মুশফিকের এমন একটা দিন শেষে তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মণ্ডি সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মুশফিকের রিপ্লেসমেন্ট ইস্যু টেনে স্ত্রী মণ্ডি লিখেছেন, ‘তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’

মুশফিক কীভাবে বিদায় নেবেন এমন ইস্যুতেও কথা বলা হয় বোর্ড মিটিংয়ে। এই ইস্যু টেনে মণ্ডি লিখেছেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।’

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে মুশফিককে বাদ দেয়া হয় টি-টোয়েন্টি ফরম্যাট থেকে। যদিও চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে আবারও টি-টোয়েন্টি দলে ফেরানো হয় তাকে।

দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ফরম্যাট থেকে অবসর নেয়ার ধরণেও বেশ সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh