• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তবুও ঈশ্বর যা দিয়েছেন তাতেই কৃতজ্ঞ ম্যাথুস

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২২, ২২:৩৬
তবুও ঈশ্বর যা দিয়েছেন তাতেই কৃতজ্ঞ ম্যাথুস
ছবি- বিসিবি

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে টেস্ট খেলা হয়ে গেছে ৯৪টি। তবে সাদা পোশাকে ব্যাট হাতে শতক মাত্র ১১টি। যার মধ্যে সর্বোচ্চ অপরাজিত ২০০, জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে ছিলেন আরেকটি দ্বিশতকের সামনে।

ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতকের সামনে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনকভাবে ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন এই লঙ্কান ব্যাটসম্যান। শ্রীলঙ্কার ক্রিকেটে কুমার সাঙ্গাকারা ছাড়া এমন দুঃখের কীর্তি নেই আর কারো। খুব স্বাভাবিকভাবে দুঃখ, রাগ, ক্ষোভ কিংবা হতাশা ঘিরে ধরার কথা ম্যাথুসকে।

তবে ম্যাথুস দাঁড়িয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে। তাইতো সংবাদ সম্মেলনে এসে অকপটে বলে গেলেন, দ্বিশতক নয় বরং ১৯৯ রানের ইনিংস খেলতে পেরে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তিনি।

বাংলাদেশের বিপক্ষে সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় মাঠে থেকে ৩৯৭ বলে ১১৯ রান করে নাঈম হাসানের বলে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হয়ে মাঠ ছাড়েন ম্যাথুস। এমন ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই লঙ্কান ক্রিকেটার বলেন,

‘অবশ্যই, সেই এক রান পাওয়াটা দারুণ হতো কিন্তু আপনি সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত ঈশ্বর আপনাকে যা দেন। আমি কৃতজ্ঞ যে, আমি দারুণ একটা ইনিংস খেলতে পেরেছি। আশা করি, এটা আমাদের ম্যাচটি জিততে সাহায্য করবে।’

ম্যাথুস আরও যোগ করেন, ‘এটা আসলে ক্রিকেটে ঘটে থাকে। একদিন আপনি ভাগ্যবান হবেন, অন্যদিন আনলাকি হবেন। এটা আপনাকে সহজভাবে নিতে হবে। ক্রিকেটে এমন হয়, আপনি খারাপ বোলিং করছেন কিন্তু উইকেট পাচ্ছেন আবার ভালো বল করেও উইকেট পাচ্ছেন না। একই ঘটনা ব্যাটসম্যানের ক্ষেত্রেও। আপনি ভালো খেলা সত্ত্বেও আউট হয়ে যেতে পারেন। আসলে ক্রিকেট আপনাকে যা দিবে সেটি আপনাকে মেনে নিতে হবে।’

ম্যাথুস আউট হয়েছেন মূলত দুঃসাহসী বড় শট খেলতে গিয়ে। ১৯৯ রানে অপেক্ষায় থাকা ম্যাথুসকে সিঙেল নিতে না দেওয়ার পরিকল্পনা থেকে ফিল্ডারদের সামনে নিয়ে আসেন অধিনায়ক মুমিনুল হক। অপর প্রান্তে শেষ ব্যাটসম্যান থাকায় বড় শট খেলে দ্বিশতক পূরণ করার পরিকল্পনা ছিল ম্যাথুসের।

তবে দুর্ভাগ্যজনকভাবে মিসহিটে প্যাভিলিয়নের পথ ধরতে হয় ম্যাথুসকে। সংবাদ সম্মেলনে আউট হওয়ার ধরণকে দুর্ভাগ্যজনক দাবি করে ম্যাথুস আরও যোগ করেন, ‘শেষ ব্যাটসম্যান থাকায় শেষ বলে এক রান নিয়ে আমি দ্বিশতকটা পেতে চেয়েছিলাম। এটি পূর্ব পরিকল্পিত শট ছিল। আমি ঠিকমতো সংযোগ করতে পারিনি। সাকিবও ক্যাচ নিয়ে ফেলেছে। এটা আসলে দুর্ভাগ্যজনক ঘটনা।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
X
Fresh