• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১৫ মাস পর দলে ফিরেই নাঈমের বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২২, ১৭:১২
১৫ মাস পর দলে ফিরেই নাঈমের বাজিমাত
ছবি- বিসিবি

মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান, দুইজনই ডানহাতি অফ-স্পিনার এবং ব্যাটসম্যান। যার ফলে বাংলাদেশের টেস্ট একাদশে মিরাজ সুযোগ পেলে নাঈমকে থাকতে হয় স্কোয়াডের বাইরে। চলতি শ্রীলঙ্কা সিরিজের আগে মিরাজের আকস্মিক চোটে ভাগ্য খুলে যায় নাঈমের।

অবশেষে ১৫ মাস পর আবার টেস্ট দলে ফিরেছেন নাঈম। আর লম্বা সময় পর দলে ফিরেই বল হাতে বাজিমাত করেছেন এই ডানহাতি অফ-স্পিনার। লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাঈম। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে প্রথম দিন থেকেই বল হাতে সফল ছিলেন নাঈম। প্রথম দিন বল হাতে নিয়ে নিজের করা পঞ্চম বলেই উইকেট তুলে নেন এই অফ-স্পিনার। লঙ্কান দলপতি দিমুথ করুণারত্নকে এলবির ফাঁদে ফেলেন তিনি।

লঙ্কানদের আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোও নাঈমের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। প্রথম দিন আর উইকেট না পাওয়া নাঈম দ্বিতীয় দিন তুলে নেন আরও চার উইকেট।

প্রথম সেশনে ৬৬ রান করা দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে যার শুরু। এরপর ৩ রান করা নিরোশান ডিকভেলাকে বোল্ড করেন এই অফ স্পিনার। নাঈমের পাঁচ উইকেট পূর্ণ হয় আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে। তার কুইকার বুঝতেই পারেননি আসিথা। বল সরাসরি আঘাত হানে উইকেটে।

এর মাধ্যমে আট টেস্টের ক্যারিয়ারের তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন নাঈম। এর আগে অভিষেক টেস্টে চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ রানে পেয়েছেন ৫ উইকেট। নিজের পঞ্চম টেস্টে এসে জিম্বাবুয়ের বিপক্ষে আবার ৫ উইকেট নেন তিনি। মিরপুরে সে ম্যাচে রান দিয়েছেন ৮২।

চট্টগ্রামে এদিন পাঁচ উইকেট নিয়েই থামেননি এই অফ-স্পিনার। দ্বিশতকের পথে এগোনো অ্যাঞ্জেলো ম্যাথুসকে ১ রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নের পথ ধরান। ম্যাথুসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার পান এই ক্রিকেটার। ১০৫ রানে নেন প্রথমবারের মতো ৬ উইকেট।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
X
Fresh