• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই ওপেনারকে ফিরিয়ে স্বস্তির মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২২, ১১:৫৪

স্পিনে বেশ পারদর্শী কুশল মেন্ডিস। তার ক্যারিয়ারে বেশীরভাগ রানই করেছেন স্পিনারদের বিপক্ষে। বাংলাদেশের দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামকেও বেশ ভালো ভাবে প্রতিহত করে চলেছেন এই লঙ্কান ব্যাটার।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে অবশ্য বেশীক্ষণ টিকেনি ওপেনিং জুটি।

দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম হাসান নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরান ৯ (১৭) রান করা করুনারত্নেকে।

নাঈমের কুইকার বল কিছুটা ব্যাক ফুটে গিয়ে খেলতে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তবে বলের গতির সঙ্গে পেরে উঠতে পারেননি করুনারত্নে। বল গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন লঙ্কান ব্যাটার। পরে রিভিউতে দেখা যায় বল গিয়ে লাগে অফ-স্টাম্পে।

দ্বিতীয় উইকেট জুটিটা বেশ লম্বা হয়েছে। ওশাধা ফার্নান্দো আর কুশল মেন্ডিস খেলেছেন ৮১ বল। দুজনের জুটি থেকে আসে ৪৩ রান। শেষ পর্যন্ত ২১.২ ওভারের মাথায় ফার্নান্দোকে ফেরান নাঈম। ফার্নান্দোর ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষক লিটন দাসের হাতে যায় বল।

মধ্যাহ্ন বিরতির আগে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ২৭ ও এঞ্জেলো ম্যাথুস রয়েছেন ০ রানে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh