• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাইলফলক ছুঁতে প্রতিযোগিতা থাকবে তামিম-মুশফিকের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২২, ০৮:৪৪
ফাইল ছবি

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটা হতে পারে দেশ সেরা দুই টাইগার ব্যাটারের মাইলফলক ছোঁয়ার ম্যাচ। দুজনের সামনেই ৫ হাজার রানের মাইলফলক।

কে কার আগে পাঁচ হাজারীর ক্লাবে ঢুকবেন সেটির প্রতিযোগিতাও এই ম্যাচ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই ফরম্যাটে বর্তমানে সর্বোচ্চ ৪ হাজার ৯৩২ রান করে প্রথমে রয়েছেন মুশফিকুর রহিম (৮০ ম্যাচ)। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ৪ হাজার ৮৪৮ (৬৫ ম্যাচ)।

পাঁচ হাজার রান করতে তামিমের প্রয়োজন ১৫২ রান। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করা এই ওপেনার যদি জ্বলে ওঠেন তবে প্রথম ইনিংসেও ছুঁয়ে ফেলতে পারেন অনন্য এই মাইলফলক।

এদিকে পাঁচ হাজার থেকে ৬৮ রানে পিছিয়ে রয়েছেন মুশফিকুর রহিম। ডিপিএলে মুশফিকের ফর্মটা খুব বেশি ভালো হয়নি।

পাঁচ হাজারীর দৌড়ে তিন নম্বরে থাকা সাকিবের সংগ্রহ ৫৯ ম্যাচে ৪ হাজার ২৯ রান। পাঁচ নম্বরে থাকা মুমিনুল হকের রান ৫১ ম্যাচে ৩ হাজার ৫১৪।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই যদি পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন দু’জন, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটা উপলক্ষ হয়ে থাকবে দিনটি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh