• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে এসে কেউ জিতে যাবে বিশ্বাস হয় না পাপনের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১৫:৩৯
বাংলাদেশে এসে কেউ জিতে যাবে বিশ্বাস হয় না পাপনের
ছবি- সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ফরম্যাট টেস্ট খেলায় এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। পরিসংখ্যানও টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বিপরীতেই কথা বলে। সাদা পোশাকে বাংলাদেশ ১৩০ ম্যাচ খেলে জয় পেয়েছে মোটে ১৬টি।

ঘরের মাঠেও পরিসংখ্যান খুব একটা ভালো নয় বাংলাদেশের। ৬৭ ম্যাচের মধ্যে জয় কেবল ১০টিতে। বিপরীতে ৪৪টিতে পরাজয়। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে এসে কেউ জিতে যাবে এটা বিশ্বাস হয় না তার।

সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘আমার মনে হয় না কোন দেশ বাংলাদেশে এসে জিতে যাবে। এটা আমার বিশ্বাসই হয় না।’

এদিকে আসছে ১৫ মে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষেও টেস্টে খুব একটা ভালো রেকর্ড নেই বাংলাদেশের। ২২ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় মাত্র ১টিতে। সেটি নিজেদের শততম টেস্ট ম্যাচে। অপরদিকে হার ১৭টিতে।

তাই লঙ্কানদের বিপক্ষে হোম অ্যাডভেন্টাজ নেওয়ার চিন্তা বিসিবি বস। গণমাধ্যমে তিনি বলেন, ‘আমার যেটা মনে হয়, আমাদের হোমগ্রাউন্ড অ্যাডভ্যান্টেজটা নেওয়া উচিত।’

এরপর তিনি শ্রীলঙ্কাকে হারানোর বিষয়ে আরও যোগ করেন, ‘তাদের আমাদের হারানো উচিত। এবং আমরা পারব। সবচাইতে বড় কথা-দেশে খেলা। অনেক শক্তিশালী দলও আমাদের এখানে খেলে জিততে পারেনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকেও হারিয়েছি বাংলার মাটিতে। এখানেও আমাদের ছেলেরা ভালো খেলবে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
বেড়েই চলছে নারী নির্যাতন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
X
Fresh