• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘সাকিবকে না করার তো কোনো সুযোগ নেই’

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১৩:০২
‘সাকিবকে না করার তো কোনো সুযোগ নাই’
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসান নামটাই এত বিশাল, এত প্রভাবশালী যে, টাইগার এই অলরাউন্ডার কিছু চাইলে তাকে না করারই সুযোগ নেই বিসিবির। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

করোনা ইস্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে প্রায় ছিটকেই গিয়েছিলেন সাকিব। কিন্তু আজ (১৩ মে) সকালে জানা যায়, করোনা নেগেটিভ সাকিব। দলের সঙ্গে যোগ দেবেন সন্ধ্যায়। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলা না খেলা নির্ভর করছে এই ক্রিকেটারের ইচ্ছার ওপর। এমনটাই জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান।

প্রথম টেস্টে সাকিবকে পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতে নাজমুল হাসান বলেন, ‘ও যদি খেলতে চায়, তাহলে ডেফিনিটলি সে খেলবে। ওকে না করার তো কোনো সুযোগ নেই।’

এরপরই আরও যোগ করেন, ‘সাকিবের ইচ্ছার ওপর নির্ভর করছে সে খেলবে কি না। সে কাল অনুশীলন করুক। অনুশীলন শেষে সাকিব যদি মনে করে, সে খেলতে পারবে, তাহলে সে আমাদেরকে বলবে। এরপর ফিটনেস ট্রেনার যদি ক্লিয়ারেন্স দেয়। আমাদের কোনো সমস্যা নেই, ডেফিনিটলি সে খেলবে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
X
Fresh