Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

করোনা পজিটিভ সাকিব আল হাসান

ফাইল ছবি

করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। তাই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণ। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলার কথা ছিল তার।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন দেশ সেরা এই অলরাউন্ডার। দেশে ফেরার পর কোভিড টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন।

ডাক্তার মঞ্জুর জানিয়েছেন, 'কোভিড পজিটিভ হওয়ায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন সাকিব আল হাসান।'

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রথম টেস্ট সামনে রেখে খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো হলে সাকিবের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল বুধবার আবারও করোনা টেস্ট করানো হবে। এবারও ফলাফল পজিটিভ আসলে প্রথম টেস্টে খেলতে পারবে না সাকিব।’

চট্টগ্রামে প্রথম টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৪টি ম্যাচও খেলেছেন সাকিব আল হাসান।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS