ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ
‘শরিফুল-জয় বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে’

শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয় নিশ্চিতভাবে কোচ নাভিদ নেওয়াজের প্রিয় ছাত্র। ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন বিশ্বকাপ জয় এসেছে কোচ নাভিদ ও শরিফুল-মাহমুদুলদের হাত ধরেই। সেই কোচ নাভিদ এখন শ্রীলঙ্কান কোচিং শিবিরে।
অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে মাহমুদুল ও শরিফুলের মাঠে নামা প্রায় নিশ্চিত। সম্ভবত প্রথম টেস্ট শুরুর আগে গুরু-শিষ্যের দেখা হওয়া প্রায় অনিশ্চিত। নাভিদ যখন শ্রীলঙ্কা দলকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন, একইসময়ে মাহমুদুল ও শরিফুল টাইগারদের ক্যাম্পে চট্টগ্রামে অবস্থান করছেন।
দেখা না হলেও, ঢাকায় শ্রীলঙ্কা দলকে নিয়ে অনুশীলনে নামা নাভিদ নেওয়াজ নিজের দুই শিষ্যের প্রশংসা করেছেন। জানিয়েছেন, এই দুই ক্রিকেটারই বাংলাদেশের হয়ে কিংবদন্তিদের কাতারে যাবেন। এই কোচ আশা করছেন, কোচের সঙ্গে সাক্ষাৎ হলে খুশি হবেন টাইগার দুই ক্রিকেটারই।
এদিন গণমাধ্যমের সঙ্গে আলোচনাকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপজয়ী এই কোচ নিজের প্রিয় দুই শিষ্য টাইগার ক্রিকেটার জয় ও শরিফুলকে নিয়ে বলেন, ‘যেকোনো পরিস্থিতি সামলানোর জন্য তাদের স্কিল যথেষ্ট আছে। আমি থাকা বা না থাকায় কিছু যায় আসে না। তারা আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন দেশে গিয়ে মানিয়ে নিতে হবে তাদের। আশা করি, তারা একদিন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে।’
শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেওয়ার আগে নাভিদ নেওয়াজ টানা চার বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে প্রধান কোচ হিসেবে ছিলেন। এই সময় ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশকে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন এই কোচ। বাংলাদেশ দলের সঙ্গে কাটানো সেই চার বছর নিয়ে নাভিদ আরও যোগ করেন, ‘বাংলাদেশে চার বছর উপভোগ করেছি। দারুণ ছিল। আমার মনে হয় আমার চার বছরে বাংলাদেশে কিছু দিতে পেরে সুবিচার করতে পেরেছি।’
এরপর আবার জয় ও শরিফুলের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গ টেনে আরও যোগ করেন, ‘তারা অবশ্যই আমাকে দেখে খুশি হবে, বেশ কিছুদিন দেখা হয় না। সব মিলিয়ে সেটি হয়তো ইতিবাচকই হবে!’
শরিফুল বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটেই নিয়মিত মুখ হিসেবে খেলছেন। ইতোমধ্যে টাইগারদের জার্সিতে ৩২ ম্যাচ খেলে ফেলেছেন এই বাঁহাতি পেসার। অপরদিকে জয় এখন পর্যন্ত কেবল টেস্ট দলেই নিজের জায়গা পাকা করতে পেরেছেন।
মন্তব্য করুন