• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে আসছেন স্বর্ণজয়ী অধিনায়ক জুয়েল

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২২, ০০:০৮
ছবি : সংগৃহীত

ক্রীড়াঙ্গনে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন অধিনায়ক জুয়েল রানা। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছিলেন। ১১ মে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করবেন। এই পুরস্কার নিতে আমেরিকা থেকে তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

৮ মে আমেরিকা থেকে রওনা হয়ে ৯ মে সকালে বাংলাদেশে পৌঁছাবেন। ১১ মে পুরস্কার গ্রহণের পর দেশে তিন দিন অবস্থান করবেন তিনি। পরে আবার আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

বছর ছয় আগে পরিবার নিয়ে আমেরিকার ভার্জিনিয়া শহরে বসবাস শুরু করেন জুয়েল।

জুয়েল রানা বলেন, সারা জীবনের একটি স্বীকৃতি ফলে কিছুটা কষ্ট ও ব্যয়বহুল হলেও সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করছি।

জুয়েল রানা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অনন্য। তার অধিনায়কত্বে ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডু সাফ গেমসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ২০০৮ সালে মোহামেডানের জার্সি গায়ে অবসরে গিয়ে আলোচনার জন্মদেন। অবসরে তিনি কিছু দিন কোচিং করেছেন। ২০১৬ সালের দিকে সপরিবারে দেশ ছাড়েন তিনি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক চুমুতে আড়াই বছরের জেল!
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
X
Fresh