• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গোল উৎসব করে লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২২, ২৩:৩০
ছবি- সংগৃহীত

লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা, সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি পয়েন্ট, এক মৌসুমে সবচেয়ে বেশি জয়, এক মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি জয়, এক মৌসুম প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি জয়।

এমন কী প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি জয়, এক মৌসুমে পয়েন্টের সেঞ্চুরির প্রথম কীর্তি, এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি পয়েন্ট, ঘরের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজেয়, এক মৌসুমে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে সবচেয়ে বেশি গোল পার্থক্য, প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল। এর সবই এখন রিয়াল মাদ্রিদের দখলে।

এসপানিওলের বিপক্ষে এই ম্যাচটায় ড্র করলেও শিরোপা জিতে যেত রিয়াল মাদ্রিদ। তবে রীতিমত গোলের উৎসব করে লা-লিগার শিরোপা পুনরুদ্ধার করল লস ব্লাংকোসরা।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ৩৩ মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর সহায়তায় রদ্রিগোর পা থেকে আসে প্রথম গোল।

প্রথম গোলের দশ মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। প্রথমার্ধ ২-০ ব্যবধানে শেষ হলে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে দলকে গোল এনে দেন মার্কো অ্যাসেনসিও।

৩ গোলে এগিয়ে জয়ের অপেক্ষায় থাকা রিয়ালের শেষ ফিনিশিং দেন কারিম বেনজেমা। ৮১ মিনিটের মাথায় ভিনিসিউসের কাছ থেকে বল পেয়ে বুলেট শটে বল জালে জড়ান এই ফরাসি এই স্ট্রাইকার।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh