• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেষ ওভারে চমক মোস্তাফিজের

স্পোর্তস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২২, ২১:৫৩
ছবি- আইপিএল

মোস্তাফিজুর রহমানের ওপর আস্থা রেখেছেন তার দল। দলের বিপাকে এই টাইগার পেসার যে কতটা কার্যকর, সেটা ঠিকই ধরে ফেলেছেন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং। টানা আট ম্যাচের একাদশে রেখেছেন মোস্তাফিজকে।

কখনও কখনও খরুচে হলেও ঠিকই প্রতিদান দেন আস্থার। যেমনটা আজও। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম দুই ওভারে ৭ রান দিলেও তৃতীয় ওভারে দুটি চার আসে তার ওভার থেকে।

তবে শেষ ওভারের জন্য তুলে রেখেছিলেন সেরাটা। ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম বলে ১ রান দিলেও পরের বলেই তুলে নেন উইকেট। ২৩ রান করা রিংকু সিংকে ফেরান সাজঘরে।

তৃতীয় বল থেকে এক রান আসলেও চতুর্থ বলে ফেরান ৫৭ রান করা নিতিশ রানাকে। অফ সাইডে থাকা চেতন সাকারিয়া নেন দুর্দান্ত ক্যাচ। পঞ্চম বলে আবারও উইকেট। এবার সোজা স্টাম্প উপড়ে ফেলেন টিম সাউদির। শেষ বলে আসেনি কোনও রান। চার ওভারে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট।

চলতি আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজের সেরা বোলিং ফিগার এটিই। কলকাতা নির্দিষ্ট ওভার শেষে ৯ উইকেটে সংগ্রহ করেছে ১৪৬ রান।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
দিল্লিতে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন কি
X
Fresh