• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বছরের প্রথম হারের স্বাদ পেল নাদাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২২, ১১:৩১
বছরের প্রথম হারের স্বাদ পেল নাদাল
ছবি- সংগৃহীত

বয়স ৩৫ পেরিয়ে গেছে, তবুও টেনিস কোর্টে এখনও যেন অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। চলতি বছর পেয়ে গেছিলেন টানা ২০ জয়। অবশেষে ২১তম ম্যাচে এসে বছরের প্রথম হারের দেখা পেলেন এই স্প্যানিয়ার্ড।

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ২৪ বছর বয়সী আমেরিকান টেলর ফ্রিজের কাছে সরাসরি সেটে হেরে গেছেন নাদাল। ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে হেরেছেন এই স্প্যানিয়ার্ড।

অবশ্য ম্যাচ খেলার সময় চোটাক্রান্ত ছিলেন এই টেনিস তারকা। ম্যাচের মাঝামাঝি সময়ে চিকিৎসা নিতেও দেখা যায় সর্বোচ্চ ২১ গ্র্যান্ডস্লাম জয়ী তারকাকে। ম্যাচশেষে নাদাল জানিয়েছেন, এই ম্যাচ খেলাটা তার জন্য বেশ কঠিন ছিল। তবুও শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন তিনি।

ম্যাচশেষে নাদাল বলেছেন, ‘আমি গত সপ্তাহ ধরে ভুগছিলাম। তবুও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আজ আমার পক্ষে আর সম্ভব হয়নি। তবুও শেষ পর্যন্ত আমি সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা করেছি বলে মনে করি।’

ফাইনালে নিজের শৈশবের হিরোকে হারাতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী ফ্রিজ। ২০০১ সালে আন্দ্রে আগাসীর পর দ্বিতীয় আমেরিকান হিসেবে ইন্ডিয়ান ওয়েলস জিতে ফ্রিজ বলেন, ‘এটা এমনই এক শৈশবের স্বপ্ন যা কখনো সত্য হবে আমি কল্পনাও করিনি।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন
মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 
ফের সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন
টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh