• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাঙ্গাকারার শততম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৭, ১২:৩৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা দলের অ্যাম্বাসেডর ও ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন কুমার সাঙ্গাকারা।

আর টুর্নামেন্ট চলাকালে অনন্য এক কীর্তি গড়লেন ক্রিকেটের অন্যতম জীবন্ত এ কিংবদন্তি।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে সেঞ্চুরি করেন মঙ্গলবার। আর এ সেঞ্চুরি করে সব ফরম্যাট মিলিয়ে ১০০টি সেঞ্চুরি মালিক হলেন সর্বকালের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

এ নিয়ে ৩৭তম ব্যাটসম্যান হিসেবে সব ফরম্যাটে শততম সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সাঙ্গাকারা।

গেলো কয়েকদিন আগে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পর পর ছয় সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একদিনের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন কাপের কোয়ার্টার ফাইনালেও করে বসলেন সেঞ্চুরি।

হেডেংলির এ ম্যাচে ৯ চার এবং ৪ ছক্কায় ১০০ স্ট্রাইক রেটে ১২১ বলে ১২১ রানের এ ইনিংসটি খেলেন তিনি।

লিস্ট এ ক্রিকেটে এটি তার ৩৯তম সেঞ্চুরি। নিজের সেঞ্চুরি করার পাশাপাশি দলকেও ভালো সংগ্রহে নিয়ে যান চতুর্থ উইকেট জুটিতে বেন ফকসের সঙ্গে ১৮০ রানের জুটি গড়ে।

২৫৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৬১টি সেঞ্চুরির সহায়তায় ২০ হাজার ৩২৬ রান করেন এবং ৫২৬টি লিস্ট এ ম্যাচে ১৯ হাজার ৩৫০ রান করেন ৩৯টি সেঞ্চুরির সহায়তায়।

টেস্ট এবং ওয়ানডেতে সেঞ্চুরির পর সেঞ্চুরি করলেও ২৩৫টি ২০ ওভারের ম্যাচ খেলে এখনো সেঞ্চুরির দেখা পাননি সাঙ্গাকারা।

সব মিলিয়ে ১০১৭টি ম্যাচে ৪৫৬৫০ রান করেছেন যেখানে সেঞ্চুরি রয়েছে ১০০টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ২৩৯টি। ১০০টি সেঞ্চুরির ভেতর আবার ৬৩টি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh