• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদায় দিলশান

অনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট ২০১৬, ১৮:৫১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার হার্ডহিটার ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে ও ৯ আগস্ট টি-টোয়েন্টি খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি।

১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে দিলশানের। এরপর এ লঙ্কান ওপেনার খেলেছেন ৮৭টি টেস্ট। সাদা পোশাকে করেছেন ৫ হাজার ৪৯২ রান। ২৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৬টি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ৩৯ উইকেট।

এদিকে, এখন পর্যন্ত ৩২৯টি ওয়ানডে খেলে করেছেন ১০ হাজার ২৪৮ রান। রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ সেঞ্চুরি। আর নিয়েছেন ১০৬ উইকেট।

অন্যদিকে, ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৮৮৪ রানের পাশাপাশি নিয়েছেন ৭ উইকেট।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh