• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পুরস্কারের অর্থ সেনাকে দেওয়ার ঘোষণা ইউক্রেনীয় খেলোয়াড়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২২, ১০:০৯
পুরস্কারের, অর্থ, সেনাবাহিনীকে, দেওয়ার, ঘোষণা, ইউক্রেনের, টেনিস, তারকার,
ছবি: সংগৃহীত

মন্টেরে ওপেনে রাশিয়ার আনাস্ট্যাসিয়া পোটাপোভাকে হারিয়েছেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা স্বিটোলিনা। তিনি পুরস্কারের অর্থ ইউক্রেনের সেনাবাহিনীকে দান করার প্রতিশ্রুতি দেন।

মেক্সিকোর মন্টেরেতে উদ্বোধনী রাউন্ডের ম্যাচে তার জয়ের পর স্বিটোলিনা তার বুকের ওপর হাত রাখেন এবং দর্শকদের উদ্দেশে হাত নাড়েন।

স্বিটোলিনা কোর্টে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি আমার দেশের জন্য একটি মিশনে ছিলাম।

তিনি বলেন, এটা ছিল আমার জন্য খুবই বিশেষ ম্যাচ এবং মুহূর্ত... আমি আজ খুব বিষণ্ণ। কিন্তু আমি খুশি যে আমি এখানে টেনিস খেলতে পারছি।

স্বিটোলিনা নীল এবং হলুদ- ইউক্রেনের পতাকার রঙের পোশাক পরে খেলতে নামেন।

এর আগে তিনি রাশিয়ান খেলোয়াড়ের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান। সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, তিনি কোনো রাশিয়ান বা বেলারুশিয়ান খেলোয়াড়ের সঙ্গে খেলবেন না। টেনিসের নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্যবস্থা না নিলে তিনি এই ম্যাচটি পরিত্যাগ করবেন৷

মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস, উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন যৌথ বিবৃতিতে জানায়, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু কোনো দেশের পতাকা নিয়ে খেলতে পারবেন না।

সূত্র : সিএনএন

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য সহায়তা বিলে ভোট আজ
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
X
Fresh