• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল

তামিমের সেঞ্চুরিতে ম্লান হলো সিমন্সের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২২, ২১:৪৭
তামিম ইকবাল ১১ (৬৪)*

সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার আগের দিন বিকেলে ঘটা করে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানিয়ে দেন, আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে আর ভাববেন না। এই বাঁহাতি ওপেনার এটাও জানিয়েছেন, এই ছয় মাসে তরুণরা এমন দুর্দান্ত পারফর্ম করে তার প্রয়োজনীয়তাকে কমিয়ে দেবে।

এমন কথার চব্বিশ ঘণ্টা পরেই ৬০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তামিম জানিয়ে দিলেন, এখনও তিনি দেশের সেরা ওপেনার।

সিলেট সানরাইজার্সের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য টপকাতে নেমে ১ উইকেট হারিয়েই জয় পেয়েছ মিনিস্টার ঢাকা। সিলেটের ওপেনার লেন্ডেল সিমন্সের সেঞ্চুরি ম্লান করে ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল পেয়েছেন সেঞ্চুরি, মোহাম্মদ শাহাজাদ পেয়েছেন হাফ-সেঞ্চুরি। তামিমের অপরাজিত ১১১ (৬৪) রানের ইনিংসে ছিল ১৭টি চার ও ৪টি ছয়। জয় থেকে ৩ রান দূরে থাকতে শাহাজাদ ৫৩ (৩৯) রানে না ফিরলে ১০ উইকেটেই হারাতো সিলেটকে। শাহাজাদ ফিরলেও সিলেটের রান পাহাড় টপকাতে ঢাকার লেগেছে ১৭ ওভার।

সিলেটের পক্ষে একমাত্র উইকেটটি নেন আজই প্রথম ম্যাচ খেলা আলাউদ্দিন বাবু।

সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের ওপেনার লেন্ডেল সিমন্সের ৬৫ বলে ১১৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৫ রান করে সিলেট সানরাইজার্স। সিমন্স ছাড়া ১৮ রান করেন এনামুল হক, সমান ১৩ করে রান করেন রবি বোপারা ও মোসাদ্দেক হোসেন।

ঢাকার পক্ষে ১টি করে উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা, আন্দ্রে রাসেল, এবাদত হোসেন ও শুভাগত হোম।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh