• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোয়ার্টার ফাইনালে সালাহর মিসর

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ১০:৩৩
ছবি : সংগৃহীত

আইভরি কোস্টের সঙ্গে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে আফ্রিকান নেশনস কাপের শেষ ষোলর লড়াইটা জিতে মিসর পাড়ি জমিয়েছে কোয়ার্টার ফাইনালে।

সাতবারের চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনালে ওঠানোর জন্য অধিনায়ক মোহাম্মদ সালাহ নাইম মাথা ঠান্ডা করে পেনাল্টিতে গোল করেছেন।

প্রতি ম্যাচেই কোচ কুইরোজের কৌশলকেই সব সময় যৌক্তিক প্রমাণ করা হয়। বুধবার রাতে যে কয়টা সুযোগ এসেছে, তার সবকটাই লক্ষ্যভ্রষ্ট! ওমার মারমুশের ভুল শট দিয়ে শুরু, তার পর পুরো ম্যাচেই চলে এর পুনর্মঞ্চায়ন। আইভোরিয়ানরাও অনেক ভালো পারফর্ম দেখিয়েছে ম্যাচে, দলটি গোলের কাছে গিয়েছিল ডিফেন্ডার এরিক বাইয়ির শটে, সেটাও অবশ্য ক্রসবারে প্রতিহত হয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুটা খানিকটা বাড়তি তীব্রতা নিয়ে হলেও ম্যাচটা গড়িয়েছে টাইব্রেকারে।

শুটআউট পর্বে বাইয়ির শট ক্রসবারে প্রতিহত হলে সালাহদের সামনে সুযোগ চলে আসে ম্যাচ জেতার। পাঁচ নম্বর পেনাল্টি নিতে আসা সালাহ হতাশ করেননি দলকে। ঠান্ডা মাথায় জালে বল জড়ান, তাতেই মিসর পৌঁছে যায় প্রতিযোগিতার শেষ আটে।

মিশর আগামী রোববার (৩০ জানুয়ারি) শেষ আটে মরক্কোর মুখোমুখি হবে।

এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ
ফের এফএ কাপের ফাইনালে সিটি
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
X
Fresh