• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল

ঢাকার প্রথম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৩

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ঢাকার প্রথম পর্ব। এরপর চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী ২৮ জানুয়ারি থেকে, চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ।

তার আগে ঢাকায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয়েছে ৮টি ম্যাচ। এই পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা দুটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২টি জিতেছে ৩ ম্যাচ খেলে। রয়েছে টেবিলের দুই নম্বরে।

তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ৩ ম্যাচে জয় পেয়েছে ১টি তে। চার নম্বরে থাকা খুলনা টাইগার্স ও পাঁচ নম্বরে থাকা সিলেট সানরাইজার্স সমান ২টি করে ম্যাচ খেলে জয় পায় ১টি তে।

সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলা মিনিস্টার ঢাকা জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। পয়েন্ট টেবিলেও ঢাকার অবস্থান সবার শেষে।

ঢাকায় প্রথম পর্বে খুব বেশি রান পাননি ব্যাটাররা। মন্থর উইকেটে দিনের প্রথম ম্যাচগুলোতে বাজে অবস্থা ছিল ব্যাটারদের। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ম্যাচে ৩১.০০ গড়ে করেন ১২৪ রান। দুই নম্বরে থাকা চট্টগ্রামের বেনি হাওয়েল ৫৬.০০ গড়ে ৩ ম্যাচে করেছেন ১১২ রান। তামিম ইকবাল ২৬.২৫ গড়ে ১০৫ রান (দুটি ফিফটি) নিয়ে রয়েছেন তিন নম্বরে।

ঢাকায় প্রথম পর্বে বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বোলাররা। শীর্ষে রয়েছেন সিলেট সানরাইজার্সের স্পিনার নাজমুল ইসলাম অপু। ২ ম্যাচেই অপু তুলে নেন ৭ উইকেট, ৪.৩৭ ইকনোমিতে। চট্টগ্রামের অধিনায়ক মেহেদী মিরাজ ৩ ম্যাচে ৭.৪১ ইকনোমিতে ৬ উইকেট নিয়ে রয়েছেন দুই নম্বরে। তিনে রয়েছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম। ৬ উইকেট নিয়েছেন ৩ ম্যাচে।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh