• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেইমারকে নিয়ে বানানো তথ্যচিত্রটি নেটফ্লিক্সে

আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৪৩
ছবি : সংগৃহীত

জাতীয় দলে আসার আগে থেকেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ফুটবল তারকার জীবন নিয়ে বানানো তথ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যায়োস’।যেখানে তুলে ধরা হয়েছে, সাধারণ পরিবার থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার গল্প। রয়েছে বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়গুলোও। ক্যারিয়ারজুড়ে চোট ও বিতর্ক সংশ্লিষ্ট বিষয়গুলোও উঠে এসেছে তথ্যচিত্রটিতে।

তা ছাড়াও নেইমারের সঙ্গে তাঁর ১০ বছর বয়সী ছেলে দাভি লুকার সম্পর্ক নিয়েও দর্শকেরা জানতে পারবেন এই তথ্যচিত্রে।

নেইমারকে নিয়ে কথা বলেছেন, বাবা নেইমার সিনিয়র ও ছেলে দাভি। মুখ খুলেছেন বন্ধু লিওনেল মেসি লুইস সুয়ারেজরা। ব্রাজিল দলের সতীর্থ সিলভা-আলভেজরাও যুক্ত হয়েছেন এতে। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামও সিরিজটিতে আছেন।

তথ্যচিত্রটি নিয়ে ইএসপিএনকে কিছুদিন আগে নেইমার বলেছেন, ‘এই তথ্যচিত্রটি দেখার পর তার সম্পর্কে সমালোচকদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তাকে পছন্দ করতে শুরু করবেন নিন্দুকেরা।

এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh