• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল

বরিশালকে ডুবিয়ে শীর্ষে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ২১:০০

সাকিব আল হাসান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের বিপক্ষে হেসে খেলে জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক দলে এত তারকা, তবুও যেন নিষ্প্রাণ ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অখ্যাত নাহিদুল ইসলাম একাই ধসিয়ে দেন বরিশালের ব্যাটিং লাইন-আপ।

কুমিল্লার দেয়া ১৫৯ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল অল-আউট হয়েছে মাত্র ৯৪ রানে। ৬৩ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল কুমিল্লা।

লক্ষ্য টপকাতে ব্যাট করতে নামা বরিশালের ওপেনার সৈকত আলীকে প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে ফিরিয়ে শুরু করেন নাহিদুল। এরপর সাকিব আল হাসানকে ১ (৪) রানে ফেরান নাহিদুল।

ভাঙনের শুরু এখান থেকেই। এরপর তৌহীদ হৃদয় ১৯ (১৪) রানে বোল্ড হন করিম জানাতের বলে। দলের বড় নাম ক্রিস গেইল নিজের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন টানা দ্বিতীয় ম্যাচে। নাহিদুলের বলে স্টাম্পিং হয়ে ফেরেন মাত্র ৭ (৮) রান করে।

নুরুল হাসান সোহানকে তানভির ইসলাম ফেরান ১৭ (১৪) রানে। ডোয়াইন ব্রাভোকে রানের খাতা খুলতে দেননি শহিদুল ইসলাম। এরপর জিয়াউর রহমানকেও শূন্য রানে ফেরান শহিদুল।

ওপেনার নাজমুল হাসান শান্ত একপাশ আগলে রেখে টেস্ট মেজাজে খেলেছেন টি-টোয়েন্টি। ৮ রান করা জ্যাক লিন্টটকে তানভিরের বলে দারুণ এক ক্যাচ নিয়ে ফেরান ফাফ ডু প্লেসি। নাইম হাসান শূন্য রানে ফেরেন জানাতের বলে।

শান্ত টেস্ট মেজাজে খেলে শেষ পর্যন্ত ৪৭ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন শেষ ব্যাটার হিসেবে। ১৭.৩ ওভারে বরিশাল গুটিয়ে যায় ৯৫ রানে।

কুমিল্লার পক্ষে ক্যারিয়ার সেরা বল করেন নাহিদুল। মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন শহিদুল, তানভির ও করিম। ১ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

এর আগে সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান জয়ের জুটিতে দারুণ সূচনা পায় কুমিল্লা। দুজনের জুটি থেকে আসে ৩৩ রান। নাঈম হাসানের বলে স্টাম্পিং হয়ে ডেলপোর্টের (১৯) বিদায়ে ভাঙে জুটি।

ফাফ ডু প্লেসি আজও ছিলেন নিষ্প্রাণ। মাত্র ৬ রান করে বিদায় নেন সাকিবের বলে ক্যাচ দিয়ে। ইমরুল কায়েসের ব্যাটে আসে ১৫ রান। করিম জানাত খেলেন অপরাজিত ২৯ (১৬) রানের ইনিংস।। এছাড়া জয় খেলেন ৩৫ বলে দলীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস। কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৮ রান।

বরিশালের হয়ে ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। ২ উইকেট নেন সাকিব ও ১টি করে উইকেট নেন নাঈম হাসান এবং জ্যাক লিন্টট।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিলারের বউয়ের জন্য যে উপহার পাঠালো ফরচুন বরিশাল
বিপিএলে কে কোন পুরস্কার পেলেন
ফাইনালের আগে কুমিল্লা শিবিরে বড় দুঃসংবাদ
প্লে-অফে টস জিতে ফিল্ডিংয়ে ফরচুন বরিশাল
X
Fresh