আরটিভি নিউজ
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৩৮
ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ।
রোববার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার লালমাইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডিজেবেল্ড ক্রিকেট দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাঠে প্রথম ম্যাচে ২ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফেরে স্বাগতিকরা।
এদিন শিরোপার লড়াইয়ে একে অপরকে ছাড় দিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক আবু রায়হান ও ভারতের দলনেতা অভিজিৎ বিশ্বাস।
কেওয়াই/এনএস/টিআই
মন্তব্য করুন