• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল

বিপিএল দেখা যাবে যেসব চ্যানেলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২২, ১৩:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হতে বাকি আর অল্প কিছুক্ষণ। দীর্ঘ দুই বছরের অপেক্ষা শেষে ৬ দলের এই আসরে লড়বে মিনিস্টার ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট সানরাইজার্স।

দেশের ক্রিকেটের এই মেগা টি-টোয়েন্টি আসর দেখাবে দেশের দুটি চ্যানেলে। টি স্পোর্টস ও গাজী টিভি সম্প্রচার করবে সরাসরি। এ ছাড়াও অনলাইন প্লাটফর্ম র‍্যাবিটহোল বিডিতে ৯৯ টা সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখা যাবে এবারের আসর।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যু শের ই বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাসব্যাপী ৩৪টি ম্যাচ।

লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিট থেকে, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এ ছাড়া বাকি দিনে প্রথম ম্যাচ শুরু বেলা সাড়ে ১২টায় ও পরের ম্যাচ বিকেল সাড়ে ৫টায়।

২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আসরের পর্দা নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি। ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে।

এম/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh