• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশের একজন, নেই ভারতীয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২২, ১৭:১৭

গত বছরের সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। যে দলে জায়গা হয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের।

আইসিসির করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের বাঁহাতি পেসার তার দারুণ বোলিং বৈচিত্র্য এবং গতি পরিবর্তনের সাথে আবারও রাজত্ব করেছিলেন। শুরু এবং ডেথ ওভারে তিনি ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নিয়েছিলেন। ৭ দশমিক শূন্য ইকোনমিতে বল করে কঠিন পরীক্ষায় দাঁড় করিয়েছিলেন ব্যাটারদের।

মোস্তাফিজ ছাড়াও বর্ষসেরা দলে জায়গা হয়েছে পাকিস্তানের ৩ জন, ইংল্যান্ডের ১ জন, দক্ষিণ আফ্রিকার ৩ জন, অস্ট্রেলিয়ার ২ জন ও শ্রীলঙ্কার ১ জনের। এই দলে জায়গা হয়নি ভারতীয় ক্রিকেটারদের। এই দলের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল : জশ বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবারিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজেলউড(অস্ট্রেলিয়া) , ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

এম/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের ঝলকে শুভসূচনা চেন্নাইয়ের
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
‘শাবনূরের ভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর’
X
Fresh