• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের ভিসা বাতিল হওয়ায় অস্ট্রেলিয়া ছাড়লেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৯

অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ইচ্ছা পূরণ হলো না নোভাক জোকোভিচের। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ছাড়তেই হলো তাকে।

রোববার (১৬ জানুয়ারি) ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নেওয়া আপিল খারিজ হয়ে যাওয়ার পরই অস্ট্রেলিয়া ছেড়েছেন বর্তমান সময়ের সেরা এ তারকা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতের ৩ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

আদালতের রায় পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে মেলবোর্নে বিমানবন্দরে যান জোকোভিচ। সেখান থেকে স্থানীয় সময় রাত ১১টায় দুবাইয়ের এমিরেটস ফ্লাইটে ওঠেন সার্বিয়ান টেনিস তারকা।

বিবিসি জানিয়েছে, প্রথম দফায় আদালতের রায় টেনিস তারকাক পক্ষে গেলেও অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজ ক্ষমতাবলে পুনরায় জোকোভিচের ভিসা বাতিল করেন ৷

এ বিষয়ে অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে বলেন, ‘জনস্বার্থ’ বিবেচনা করে তিনি তার নির্বাহী ক্ষমতার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পা রেখেই ঝামেলায় পড়েন জোকোভিচ। টিকা না নেওয়ায় তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া।

এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh