স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২০:৩৭
৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে অ্যাশেজ হারল ইংল্যান্ড। সিরিজ শুরুর আগেই সাবেক অজি খেলোয়াড়রা অনেকটা অনুমান করেনি বলেছিলেন, এবারের অ্যাশেজে বাজিমাৎ করবে অস্ট্রেলিয়া। অনেকে বলেছিলেন, হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড।
শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ না হলেও ইংলিশরা সিরিজ হেরেছে বড় ব্যবধানে। সিরিজের চতুর্থ ম্যাচটা কোনোমতে ড্র করে কিছুটা হলেও মান রক্ষা করেছে জো রুট, বেন স্টোকসরা।
হোবার্টে শেষ টেস্ট গোলাপি বলে হলেও ছিল একদমই রঙহীন। শেষ হয়েছে মাত্র ৩ দিনে। রোববার তৃতীয় দিন অজিদের মাত্র ১৫৫ রানেই অল-আউট করে ইংলিশরা।
এতে জয়ের সফরকারীদের সামনে মাত্র ২৭১ রানের লক্ষ্য দাঁড়ায়। হাতে গোটা দুই দিন থাকতেও এই কটা রান তাড়া করতে পারেনি ইংলিশ ব্যাটাররা। শুরুতে ৬৮ রান পর্যন্ত কোনও উইকেট না হারালে ১২৪ রান তুলতেই অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। মাত্র ৫৬ রানেই ১০ উইকেট হারিয়ে ১৪৬ রানে হেরে যায় রুটরা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩০৩/১০ ও ১৫৫/১০
ইংল্যান্ড: ১৮৮/১০ ও ১২৪/১০।
ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা: ত্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
সিরিজ সেরা: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
এম/
মন্তব্য করুন