• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বিশ্বজয়ীদের নতুন গল্পের শুরু হবে আজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৬:০৫
অধিনায়ক রাকিবুল হাসান

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছিল বাংলাদেশের যুবারা। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্ব আসরের শিরোপা এনে দেয় আকবর আলী-রাকিবুল হাসানরা।

টুর্নামেন্টের শুরু থেকে শেষ, কতশত গল্প জমা হয়েছিল দলের প্রতিটা সদস্যের মনে। এবারও তেমনই অনেক গল্প জমা হবে রাকিবুল হাসান-নওরোজদের মনে। তবে গল্পটা ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে কী না যুবারা সেটাই দেখার বিষয়।

তার আগে আজ থেকে শুরু হচ্ছে টাইগার যুবাদের বিশ্বকাপ মিশন। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত।

টুর্নামেন্টের তৃতীয় দিনে আজ ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। দ্বিতীয় ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০ জানুয়ারি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ কানাডার বিপক্ষে ২২ জানুয়ারি।

ম্যাচের আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেছেন, “দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফলে এখানের উইকেট, কন্ডিশন সম্পর্কে একটা ধারণা জন্মেছে। এখন আমরা যদি আমাদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী মাঠে শতভাগ দিতে পারি, তাহলে ভালো একটা ফল নিয়েই ম্যাচটা শেষ করতে পারবো। ইনশাআল্লাহ্।”

রাকিবুলের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগুতে। গ্রুপের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড হলেও পরের দুই প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তির দল।

‘আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ ধরে এগুনো। প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এরপর প্রথম রাউন্ডে আরও দুই ম্যাচ আছে। এখন ইংল্যান্ডের বিপক্ষে ভালো একটা ফল নিয়ে পরের ম্যাচগুলোতেও ভালো করে দ্বিতীয় রাউন্ডে যাবো ইনশাআল্লাহ্।’

বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এস এম মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাঈমুর রহমান নয়ন।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
X
Fresh