• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দল হিসেবে খেলতে পেরেছি :  মুমিনুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ২০:৩৩
দল হিসেবে খেলতে পেরেছি :  মুমিনুল
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে স্বপ্নের মতো সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফিরেছে মুমিনুল হকের দল। দেশে পা রেখে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি অধিনায়ক মুমিনুল।

নিউজিল্যান্ডে ম্যাচ জেতা নিয়ে মুমিনুল বলেন, ‘কোন কারিশমা বা জাদুমন্ত্র না, আমরা আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করেছি। দল হিসেবে খেলতে পেরেছি। বাংলাদেশ দল যখনই দল হিসেবে সবাই মিলে ভালো করে তখনই ফলাফল পক্ষে। একজন, দুইজন ভালো করলে হয় না।’

আরও বলেন, ‘আমার মনে হয় আপনারাও প্রত্যাশা করেননি, আমার দলেরও অনেকে করে নাই। হয়ত আমি প্রত্যাশা করেছি। একটা টেস্ট ম্যাচ জিতেছি, ওটার চেয়েও আমি উদ্বিগ্ন পরের সিরিজগুলো নিয়ে। আমাদের সামনে অনেক বড় সিরিজ, ভারতের বিপক্ষে সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। ওই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। যেটা আমি অধিনায়ক হিসেবে মনে করি। আমাদের দিনে দিনে আরও উন্নতি করতে হবে।’

নিউজিল্যান্ডে এমন সাফল্যর পরেও বোর্ডের কোনও কর্তাব্যক্তি কেন বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসলেন না দলকে? এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘যে প্রশ্নটা করেছেন এটা বিতর্ক তৈরি করার মতো প্রশ্ন। আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, দেশের জন্য খেলি। পেশাদার ক্রিকেটার হিসেবে কে আসল না আসল এভাবে চিন্তা করি না।’

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh