• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিসিএল

অস্বস্তি নিয়ে সিলেট থেকে ঢাকায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৬:৪১
সাকিব আল হাসান

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে ব্যাটে-বলে নিজেকে প্রস্তুত করতে আগে আগেই দেশে ফেরেন সাকিব আল হাসান। প্রস্তুতির অংশ হিসেবে ইন্ডিপেন্ডেন্স কাপে (বিসিএল ওয়ানডে) ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন এই অল-রাউন্ডার।

সেন্ট্রাল জোনের হয়ে দুটি ম্যাচও খেলেছেন সাকিব। তবে দ্বিতীয় ম্যাচ খেলার সময় কোমরে ব্যথা পান বলে জানা গেছে। যে কারণে ১৩ জানুয়ারিতে তৃতীয় ম্যাচে সেন্ট্রালের হয়ে খেলতে দেখা যাবে না সাকিবকে।

মঙ্গলবার বিসিবি নর্থ জোনের বিপক্ষে খেলা শেষেই ঢাকার পথ ধরেন সাকিব। এদিন মাঠ ছাড়ার আগে তৃতীয় ম্যাচ খেলবেন কী না জিজ্ঞেস করা হলে সাকিব জানান, ‘দেখা যাক’।

এদিকে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ‘সাকিবের কোনো ইনজুরি নেই। ফিটনেস নিয়ে একটু ভুগতেছে, বিপিএলের সময় পুরোপুরি ফিট হয়ে যাবে। জাতীয় দলের হয়ে যখন খেলবে তখন এই সমস্যা আর থাকবে না।’

চলতি বিসিএলে প্রথম ম্যাচে ৩৫ ও দ্বিতীয় ম্যাচে করেন ৩৩ রান। উইকেট নেন প্রথম ম্যাচে ২ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ১ টি।

এদিকে বিপিএল শুরু হতে বাকি মাত্র ৯ দিন। ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব। তার আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে হবে তাকে।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh