• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ড সফর ২০২২

ম্যাচ বাঁচাতে লড়ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ০৫:৫৯

মাউন্ট মঙ্গানুইতে কিউইদের শেষ চারদিন শাসন করে ম্যাচ জিতে নেয়া বাংলাদেশ দলের সামনে অপেক্ষা করছে ইনিংস হারের লজ্জা। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে টাইগাররা অল-আউট হয় মাত্র ১২৬ রানে।

প্রথম ইনিংসে ইয়াসির আলীর ৫৫ ও নুরুল হাসানের ৪১ রানের ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা পার হতে পারেননি দশ রানের কোঠা। এমন ব্যাটিং ব্যর্থতায় ফলোঅনে পড়ে তৃতীয় দিনে আবারও ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে।

দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ব্যাট করতে নেমে ওপেনার সাদমান ইসলামের (২১) উইকেট হারায় দলীয় ২৭ রানের মাথায়।

এরপর ৪৪ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত নাঈম শেখ। শান্ত রান তুলছিলেন দ্রুত। তবে নিল ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দেয়ার আগে ৩৬ বলে করেন ২৯ রান।

মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে ২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। ইনিংস হারের লজ্জা এড়াতে এখনও প্রয়োজন ৩২১ রান। হাতে আছে ৮ উইকেট ও আড়াইদিনের বেশি সময়।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh