• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিউজিল্যান্ড সফর ২০২২

ল্যাথামের ডাবল শতকে রানের পাহাড়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ০৫:৪৫

প্রথম দিনেই সাজঘরে ফিরতে পারতেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। দিনের নবম ওভারে এবাদত হোসেনের প্রথম ওভারে একবার নয়, দুইবার এলবিডব্লু হলেও রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম।

সেই যে দাঁড়িয়ে গেলেন, এরপর তাকে টলানো আর গেলোই না। শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরিই করে ফেললেন। প্রথম দিনে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়াং ৫৪ রান করে বিদায় নিলেও ডেভন কনওয়েকে নিয়ে দিন শেষ করে দেন ল্যাথাম।

কনওয়ে ৯৯ ও ল্যাথাম ১৮৬ রানে থেকে যান অপরাজিত। আজ দ্বিতীয় দিনের শুরুতেই কনওয়ে ১৪৯ বলে তুলে নেন শতক। তবে দলীয় ৩৬৩ রানের মাথায় কনওয়েকে ১০৯ রানে রান আউট করে ২১৫ রানের জুটি ভাঙ্গেন মেহেদী হাসান।

এরপর ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন ল্যাথাম। রস টেইলর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন, ২৮ রান করে শিকার হয়েছেন এবাদত হোসেনের। এরপর হ্যানরি নিকলসকে রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন এবাদত।

দ্বিতীয় দিনে কিউইরা ৩ উইকেট হারালেও ল্যাথামের ব্যাটে ভর করে রানের পাহাড়ে স্বাগতিকরা। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪১৪ রান। ল্যাথাম রয়েছেন ২১০ রানে অপরাজিত।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh