• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিসিএল

ওয়ানডেতে টেস্ট মেজাজে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১২:৩৬
সাকিব আল হাসান

সিলেটে চলছে ইন্ডিপেন্ডেন্স কাপ। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে সেন্ট্রাল জোনের হয়ে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। সুদূর যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নেমে গেছেন খেলতে।

বলা হচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিনিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতির অংশ হিসেবে সেন্ট্রালের হয়ে খেলছেন দেশসেরা এই অল-রাউন্ডার। প্রথম ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে তার দলের ব্যাটিং ব্যর্থতায় নিজের নামের প্রতিও সুবিচার করতে পারেননি সাকিব।

খেলেছেন ৫৮ বলে ৩৫ রানের ইনিংস। অনেকটা টেস্ট মেজাজেই ব্যাট করেছেন ওয়ানডের সেরা অল-রাউন্ডার। তার ইনিংসে ছিল মাত্র ২টি চার, ছিলনা কোনও ছয়।

সাকিব ছাড়াও ব্যর্থ হয়েছে বাকি ব্যাটাররা। ওপেনার মিজানুর রহমান খেলেন ৪০ বলে ৩৬ রানের ইনিংস। এছাড়া সৌম্য সরকার করেন ১৮ বলে ১৩ রান। মোহাম্মদ মিঠুন করেন ৩৭ বলে ৩৭ রান।

এছাড়া বাকিরা হতাশ করেছেন ব্যাট হাতে। শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে ১৭৭ রান তুলতেই শেষ হয়েছে সেন্ট্রাল জোনের ইনিংস। ইস্ট জোনের পক্ষে ৩ উইকেট করে নিয়েছেন রুবেল হোসেন ও রেজাউর রহমান। ২ উইকেট নেন তানভির ইসলাম। ১ উইকেট করে নিয়েছেন নাঈম হাসান ও আলাউদ্দিন বাবু।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh