• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ড সফর ২০২২

ল্যাথাম-কনওয়ের ব্যাটে হতাশায় প্রথম দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১১:৫৮

একজন দুইশ রানের কাছে, আরেকজন একশ রানের কাছে। টম ল্যাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে ভর করে দুর্দান্ত একটা দিন কাটাল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের কাছের হারের পর ঘুরে দাঁড়ানোর আভাস দিলো ক্রাইস্টচার্চে।

হ্যাগলি ওভালে ঘাসের উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিং নিতে দেরি করেননি টাইগার অধিনায়ক মুমিনুল হক। তবে বোলিং শুরুর পর ঘাসের সুবিধা নিয়ে উইকেট নেয়ার স্বপ্ন ফিকে হয়ে আসে।

ব্যাট করতে নেমে শুরু থেকেই বুঝে শুনে খেলছিলেন দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়াং। প্রথম দিকে বল বুঝতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে থিতু হয়ে যান দুই ওপেনার।

তবে ইনিংসের নবমওভারে নিজের প্রথম ওভার করতে এসে টম ল্যাথামকে দ্বিতীয় ও পঞ্চম বলে দুই বার এলবিডব্লু করলেও রিভিউ নিয়ে বেঁচে যান।

শেষ পর্যন্ত ল্যাথাম পূর্ণ করেন সেঞ্চুরি। দুই ওপেনারের ১৪৮ রানের জুটি ভাঙ্গে উইল ইয়াংয়ের ৫৪ রানে বিদায়ের মধ্য দিয়ে। এই কিউই ওপেনার শরিফুল ইসলামের বলে ক্যাচ দেন পয়েন্টে থাকা নাঈম শেখের হাতে।

ইয়াংয়ের বিদায়ের পর আবারও লম্বা জুটি গড়েছেন ল্যাথাম ও ডেভন কনওয়ে। প্রথম দিন শেষে ল্যাথাম অপরাজিত রয়েছেন ১৮৬ (২৭৮) রানে, কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯ রানে। দুজনের ২০১ রানের জুটিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯০ ওভারে ১ উইকেটে ৩৪৯ রান।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh