• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কমনওয়েলথ এর বাছাইপর্ব খেলতে মালয়েশিয়ায় নারী ক্রিকেট দল

মালয়েশিয়া প্রতিনিধি

  ০৮ জানুয়ারি ২০২২, ১৫:৪০
কমনওয়েলথ এর বাছাইপর্ব খেলতে মালয়েশিয়ায় নারী ক্রিকেট দল
কমনওয়েলথ এর বাছাইপর্ব খেলতে মালয়েশিয়ায় নারী ক্রিকেট দল (ফাইল ছবি)

আইসিসি কমনওয়েলথ উইমেন্স ক্রিকেট টি-২০ গেমস এর বাছাইপর্ব খেলতে কুয়ালালামপুর আসছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে ক্রিকেট দল। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও কেনিয়া এ টুর্নামেন্টে অংশ নেবে।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত ২২তম কমনওয়েলথ গেমসে একটি ইভেন্ট নারী ক্রিকেট এর টি-২০ গেমস।

বাংলাদেশ নারী ক্রিকেট দল কুয়ালালামপুর পৌঁছে ৭ দিন থাকতে হবে কোয়ারেন্টিন। ১৭ জানুয়ারি প্রাকটিস ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং ১৮ জানুয়ারি শুরু হবে কোয়ালিফায়ার রাউন্ড, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, ১৯ জানুয়ারি মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।

এদিকে, বাছাইপর্বের মূল দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার জাহানারা আলমকে। দারুণ ফর্মে থাকা জাহানারার জায়গায় দলে জায়গা পেয়েছেন সুরাইয়া আজমিন ছন্দা। জাহানারা আলম ছাড়াও স্টান্ডবাই হিসাবে আছেন নুজহাত তাসনিয়া, খাদিজা-তুল কুবরা।

১৫ সদস্যের নারী ক্রিকেট দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শবনম মুস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন।
পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
X
Fresh