• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০১৭, ১৩:৩১

বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭’র। বিশ্ব ক্রিকেটের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। লন্ডনের কেনিংটন ওভাল থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।

বড় মঞ্চে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। গেলো বিশ্বকাপে তাদের হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা।

এরপর দু’দলের ক্রিকেটই বদলে গেছে। উভয় দলের ক্রিকেটে উন্নতির ছাপ স্পষ্ট। তা সত্ত্বেও এ ম্যাচে এগিয়ে থাকছে ইংল্যান্ড। মূলত দুটি কারণে এগিয়ে থাকছে তারা। এক. চিরচেনা কন্ডিশন, দুই. সাম্প্রতিক ফর্ম।

তবুও তাদের ছাড় দিতে নারাজ বাংলাদেশ। বরং তাদেরই চাপে থাকার কথা বলছেন মাশরাফিরা।

বাংলাদেশ অধিনায়ক তো সরাসরি বলে দিয়েছেন এ ম্যাচে বাংলাদেশ নয়, বাড়তি চাপে থাকবে ইংল্যান্ডই। স্বাগতিক হওয়ায় স্নায়ুচাপটা একটু বেশিই থাকবে ইংলিশদের ওপর।

ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই ভালো পারফরমার রুবেল হোসেন। যে কারণে এ ম্যাচেও তার দিকে চেয়ে আছে বাংলাদেশ। ম্যাচটিতে যারা নিয়মিত পারফরমার তারাই খেলবেন। তবে ওয়ানডাউনে কে খেলবেন তা নিয়ে সংশয় রয়েছে। এ পজিশনে সাব্বির রহমানের পাশাপাশি ইমরুল কায়েসকে চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট।

এবার চলুন একনজরে দেখে নেয়া যাক ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ-

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: ১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান/ইমরুল কায়েস, ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬. সাকিব আল হাসান, ৭. মোসাদ্দেক হোসেন সৈকত, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. রুবেল হোসেন ও ১১. মুস্তাফিজুর রহমান।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
X
Fresh