• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিসিএল

মিঠুনের ডাবল সেঞ্চুরিতে লিড সেন্ট্রাল জোনের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২২, ১৪:২১
২০৬ রানের ইনিংস খেলেছেন মিঠুন

সময়টা মোটেই ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের নিয়মিত মুখ মোহাম্মদ মিঠুনের। জাতীয় দল থেকে বাদ পড়েছেন জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর।

এরপর থেকে জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন এই টাইগার ব্যাটার। ঘরোয়া লিগে পারফর্ম করে চলছেন নিয়মিত। এবার করে দেখালেন ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি মৌসুমের ফাইনালে মিরপুর সের ই বাংলা স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে হাঁকালেন ডাবল সেঞ্চুরি। প্রথম ইনিংসে সাউথ জোনের করা ৩৮৭ রানের বিপরীতে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন যখন ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঠিক তখনই হাল ধরেন মিঠুন ও শুভাগত হোম।

দুজনের ২৮৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সেন্ট্রাল। শুভাগত হোম ১১৬ রান করে বিদায় নেওয়ার পর মিঠুন একপাশ আগলে রেখে এগিয়ে নেন দলকে।

মিঠুন তুলে নেন ডাবল শতক। শেষ পর্যন্ত দলের ৩৭৪ রানের মাথায় ২০৬ (৩০৬) রান করে বিদায় নেন রিশাদ হোসেনের বলে এলবিডব্লু হয়ে। ৬৭.৩২ স্ট্রাইক রেটের এই ইনিংসে মিঠুন খেলেছেন ৪৪৫ মিনিট।

মিঠুন-শুভাগতর কল্যাণে সেন্ট্রাল জোন টপকে গেছে সাউথ জোনের করা ৩৮৭ রান।

এম/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh