• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

টাইগারদের মনোযোগ শুধুই উদ্বোধনী ম্যাচে : হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৭, ২১:২৩

আয়ারল্যান্ডে সফল ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রত্যাশার ব্যাপ্তি বহুগুণ বাড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু হঠাৎই যেনো ছন্দপতন। মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে জিততেও হেরেছে টাইগাররা। আর ভারতের বিপক্ষে যেভাবে হেরেছে তা তো বলা-য় যায় না। ম্যাচ দু’টিতে বিশেষ করে ভারতের সঙ্গে এমন শ্রীহীন পারফরম্যান্সের পর বাংলাদেশকে নিয়ে ভ্রু কুচকাচ্ছেন অনেকে। বলছেন, এদের নিয়ে একটু বেশিই স্বপ্ন দেখা হয়েছে। তবে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন ভিন্ন কথা। বললেন, টাইগারদের স্বপ্নে একটুও ভিটে পড়েনি।

বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় বড় ক্রীড়াযজ্ঞ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে বৃহস্পতিবার। এদিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এ মহাযজ্ঞ। স্বাভাবিকভাবেই এ ম্যাচ জিতে টুর্নামেন্টে এগিয়ে যেতে চায় টাইগাররা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ভিন্ন কন্ডিশনে শুরুতেই দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সবকিছু ভুলে মূল পর্বে ঘুরে দাঁড়াবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষেই দুর্দান্ত বাংলাদেশকে দেখা যাবে। সেই সামর্থ্য টাইগারদের আছে। এ ম্যাচ জিতেই এগিয়ে যেতে চায় আমরা।

তিনি বলেন, ক্রিকেটে একটি খারাপ দিন যেকোনো দলের জন্য আসতে পারে। ভিন্ন কন্ডিশনে প্রথমেই ৩/৪ উইকেট পড়ে যাওয়ায় আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। ভারতের বোলাররাও দারুণ বল করেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াবো।

সবকিছু ভুলে টাইগারদের এখন চোখ শুধু ইংল্যান্ড ম্যাচে। ম্যাচটি নিয়েই ভাবছেন সবাই। বাংলাদেশ কোচ বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ।এতে আমাদের ভালো শুরু করা দরকার। আমাদের মনোযোগ এখন সে ম্যাচ ঘিরেই।

প্রস্তুতি নিয়েও অসন্তুষ্ট নন হাথুরুসিংহে। একইসঙ্গে বেশ আত্মবিশ্বাসীও। তিনি বলেন, ভারতের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের আত্মবিশ্বাসের জায়গা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। সেই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়েছি। এ কারণেই আমরা আত্মবিশ্বাসী।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইগারদের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
জাকের ও মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে
X
Fresh