• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইউনিসের সেরা টেস্ট একাদশের অধিনায়ক ইমরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৭, ১২:০৫

টেস্ট ক্রিকেটে নিজের সেরা একাদশ নির্বাচন করেছেন সদ্য ক্রিকেটকে বিদায় জানানো পাকিস্তানের ক্রিকেটার ইউনিস খান।

ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাতকারে নিজের পছন্দের একাদশের কথা জানান পাকিস্তানের হয়ে একমাত্র ১০ হাজারি ক্লাবের মালিক।

ইউনিস খান তার একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রেখেছেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ ও ভারতের সুপারস্টার শচীন টেন্ডুলকারকে।

এরপর আধুনিক ক্রিকেটের তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ব্রায়ান লারা।

মিডল অর্ডার সাজিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস, গ্যারফিল্ড সোবার্সকে নিয়ে। সঙ্গে আছে পাকিস্তানের অলরাউন্ডার ইমরান খান।

উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। এছাড়া অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি আর স্পিনার হিসেবে রেখেছেন শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরনকে। আর গতির লড়াইয়ে থাকবেন গ্লেন ম্যাকগ্রা।

আর এই একাদশকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান।

ইউনুসের সর্বকালের সেরা টেস্ট একাদশ:

হানিফ মোহাম্মদ, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, গ্যারফিল্ড সোবার্স, ইমরান খান (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেট কিপার), রিচার্ড হ্যাডলি, মুত্তিয়া মুরালিধরন এবং গ্লেন ম্যাকগ্রা।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh