• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পরিচিতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০১৭, ১৫:৪৩

১-১৮ জুন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। আসরের ম্যাচগুলো হবে তিন ভেন্যু লন্ডনের ওভাল, বার্মিংহামের এজবাস্টন ও কার্ডিফের সোফিয়া গার্ডেনে। ১ জুন ওভালে বাংলাদেশ-স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নশীপের অষ্টম আসরের। একই মাঠে ১৮ জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। আর দু’সেমিফাইনাল হবে কার্ডিফ ও এজবাস্টনে ১৪, ১৫ জুন।

তিন ভেন্যুর সংক্ষিপ্ত পরিচিতি :

ওভাল

১৯৪৫ সালে লন্ডনের ওভালে এটি প্রতিষ্ঠিত হয়। এর দর্শক ধারণক্ষমতা ২৪ হাজার ৫০০। স্টেডিয়ামটি ইংলিশ কাউন্টি ক্লাব সারের হোম গ্রাউন্ড। এ স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ইতিহাস। এ মাঠেই ১৮৮০ সালে প্রথম টেস্ট ম্যাচ হয়। এটি ইংল্যান্ডের বড় মাঠগুলোর একটি। এ মাঠেই ’৭৫,’৭৯, ’৮৩ ও ’৯৯ বিশ্বকাপের ম্যাচ হয়। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও হয় এখানে। এ মাঠে আন্তর্জাতিক ফুটবল ও রাগবি ম্যাচও হয়। এ ভেন্যুতেই ১৯৪৮ সালে নিজের শেষ ইনিংস খেলেন ক্রিকেট কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।

এবার ওভালে যত ম্যাচ :

১ জুন : ইংল্যান্ড বনাম বাংলাদেশ

৩ জুন : শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা

৫ জুন : অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

৮ জুন : ভারত বনাম শ্রীলংকা

১১ জুন : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

১৮ জুন : ফাইনাল

এজবাস্টন

১৮৯৪ সালে বার্মিংহামের এজবাস্টনে এটি প্রতিষ্ঠিত হয়। এর দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। এটি ইংলিশ কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের নিজস্ব মাঠ। ইংল্যান্ডের সেরা মাঠগুলোরও একটি। এ মাঠেই বৃষ্টি বিঘ্নিত ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। এ ভেন্যুতেই হয় ’৯৯ বিশ্বকাপের সেমিফাইনাল। এতে অস্ট্রেলিয়ার দেয়া ২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত টাই করে ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকা। পরে রানরেটে ফাইনালে উঠে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে অজিরা। কাউন্টি ক্রিকেটে ১৯৯৪ সালে কাউন্টি ক্রিকেটে ডারহামের বিপক্ষে ওয়ারউইকশায়ারের হয়ে অপরাজিত ৫০১ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েন ব্রায়ান লারা।

এবার এখানে যত ম্যাচ:

২ জুন : নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

৪ জুন : ভারত বনাম পাকিস্তান

৭ জুন : পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা

১০ জুন : ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

১৫ জুন : দ্বিতীয় সেমিফাইনাল।

সোফিয়া গার্ডেন

ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব গ্লামোরগানের নিজস্ব মাঠ। ১৯৯৫ সালে এটি ১২৫ বছরের জন্য ইজারা নেয় ক্লাবটি। এখানেই ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের মহাকাব্যিক জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে টাইগারদের ২৫০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অসাধারণ জয় তুলে নেয় বাংলাদেশ।

এবার যত ম্যাচ এখানে:

৬ জুন : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

৯ জুন : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ

১২ জুন : শ্রীলংকা বনাম পাকিস্তান

১৪ জুন : প্রথম সেমিফাইনাল

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
X
Fresh