• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হোটেল থেকে বের করে দেওয়া হয় পাকিস্তানি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:৪৩
হোটেলের বাইরে অবস্থানরত ক্রিকেটাররা

পাকিস্তানের ঘরোয়া লিগ কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে উঠেছে খাইবার পাখতুনখাওয়া ও নর্দার্ন। সূচি অনুযায়ী চলতি মাসে ২৫ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে করাচিতে। সে অনুযায়ী দুই দলের ক্রিকেটাররা অবস্থান করছিল টিম হোটেলে।

কিন্তু ২২ ডিসেম্বর, বুধবার রাতে হঠাৎ করেই নোটিশ আসে হোটেল ছাড়ার। এমন অবস্থায় জামাকাপড় এবং ক্রিকেট কিটসহ হোটেল থেকে বের হয়ে যেতে হয় দুই দলের খেলোয়াড়দের। এমন অবস্থায় বেশ অপমানিত হতে হয়েছে ক্রিকেটারদের। এমন ঘটনার জন্য দায়ি করা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

ক্লাব রোডে অবস্থিত পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত দুই দলের জন্য হোটেল বুকিং করা ছিল। তাই সময় শেষ হওয়ায় হোটেল ছাড়তে বলা হয় দুই দলকে। শিডিউল অনুযায়ী রুমগুলো অন্যত্র বুকিং থাকায় খেলোয়াড়দের বের করে দেয়া ছাড়া উপায়ও ছিল না বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

এমন অবস্থায় পিসিবি ম্যানেজমেন্ট অন্য একটি হোটেলে দুই দলের খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করে। এই ঘটনায় দুই দলের জৈব সুরক্ষা বলয়ও ভেঙেছে।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh