• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা টেস্ট

৭১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভ নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:১৬

চতুর্থ দিনে পাকিস্তানের দেওয়া ৩০০ রানের বিপরিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো বিপাকে পড়েছে বাংলাদেশ। ৬৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। দুই তরুণ ওপেনার সাদমান ও মাহমুদুল হাসান জয়ের নড়বড়ে শুরুর পর অভিজ্ঞরাও যেন ভুলে গেলেন কীভাবে টেস্ট খেলতে হয়।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়ের। অভিষেক ইনিংস শেষ হলো শূন্য দিয়ে। অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ-স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন বাবর আজমের হাতে।

আরেক ওপেনার সাদমান ইসলামও (৩) সাজিদ খানের বল খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন হাসান আলীর হাতে।

মাত্র ২০ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন অধিনায়ক মুমিনুল হক। তাকেও রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় মাত্র ১ রান করে। মুমিনুলের ফেরার পর দলের সেরা ব্যাটার মুশফিকুর রহিমও (৫) কাটা পড়েন সাজিদের বলে শর্ট মিড উইকেটে ফাওয়াদ আলমের হাতে ক্যাচ দিয়ে।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক পাওয়া লিটন দাসও সাজিদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৬ রান করে। নাজমুল হোসেন শান্ত কিবুটা আশার আলো দেখালেও ৩০ রানে তাকেও এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়েছেন সাজিদ।

দলের এমন অবস্থায় মেহেদী হাসান মিরাজও আত্মহুতি দিয়েছেন ৫ উইকেট পাওয়া সাজিদের কাছে। মিরাজ বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রানের খাত্রা খোলার আগেই।

চলতি টেস্টের প্রথম তিন দিনের প্রায় দুই দিন খেলাই হয়নি। প্রথম দিন ৫৭ ওভার খেলা হয়, দ্বিতীয় দিনে ৬ ওভার ২ বল। আজ চতুর্থ দিনেও খেলা শুরু হয় ৫০ মিনিট পর।

পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩০০ রান টপকাতে বাংলাদেশের দরকার আরও ২২৯ রান। সংগ্রহ ৭ উইকেটে ৭১ রান।

এম/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh