• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এলপিএলে শুরুটা ভালো হয়নি আল-আমিনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫

লঙ্কা প্রিলিয়ার লিগে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলছেন টাইগার পেসার আল-আমিন। এবারই তিনি প্রথমবার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। তবে শুরুটা ভালো হয়নি।

বল হাতে প্রথম বলেই হজম করতে হয়েছে চার। সবমিলে ১৪ রান দেন প্রথম ওভারে। মাঝের ওভারগুলোতে দারুণভাবে ফেরার আভাস দিলেও শেষ দুই ওভারে দুই ছক্কা খেয়ে চার ওভারে দিয়েছেন ৩৬ রান। নিয়েছেন ২টি উইকেট।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ডাম্বুলা জায়ান্টস শুরু থেকেই চড়াও হয় ক্যান্ডির বোলারদের ওপর। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৯০ রান তুলে শেষ করে ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৬৪ (২৭) রান আসে ফিল সল্টের ব্যাট থেকে। তার ইনিংসে ছিল চারটি চার ও ৫টি ছয়। আরেক ওপেনার নিরশন ডিকভেলা করেন ২৩ বলে ৩৭ রান। এছাড়া দাসুন শানাকা করেন ২৪ (১৮) রান। তবে শেষের ব্যাটারদের টানা ব্যর্থতার মাঝেও ১১ বলে ২২ রান করেন রমেশ মেন্ডিস।

ক্যান্ডির হয়ে আল আমিনের ২টি উইকেট ছাড়াও ৩ উইকেট নেন লাহিরু কুমারা, ১টি করে উইকেট নেন সাচিন্দু কলবাজ ও রভম্যান পাওয়েল।

এম/এসকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিনের বলে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আল-আমিন
ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন
X
Fresh