• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা টেস্ট

৬ ওভার খেলতেই আবার বৃষ্টি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:২৮

ঢাকা টেস্টে ভালোই প্রভাব ফেলছে ঘুর্ণিঝড় জাওয়াদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে তিনদিন হালকা বৃষ্টিপাতের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। সেসব মাথায় নিয়েই ঢাকা টেস্ট খেলতে শনিবার মাঠে নামে বাংলাদেশ-পাকিস্তান।

দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৭ ওভার। এর মাঝে বৃষ্টি হয়েছে দুই বার। তারপর দিনের শেষ সেশনে খেলা বন্ধ হয় আলো স্বল্পতার জন্য। দ্বিতীয় দিনের প্রথম সেশনও ভেস্তে যায় বৃষ্টিতে।

মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হলেও ৬ ওভার ২ বল খেলা হবার পর আবারও শুরু হয়েছে বৃষ্টি। এই সময়ে আজহার আলী পূর্ণ করেছেন অর্ধশতক।

বৃষ্টি নামার আগে ২ উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান তুলেছে সফরকারীরা। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে পুনরায় কখন খেলা শুরু হবে সেটিই এখন দেখার বিষয়।

গতকাল প্রথম দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক (২৫) ও আবিদ আলী (৩৯)। অপরাজিত রয়েছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh