• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা টেস্ট

বৃষ্টির পেটে প্রথম সেশন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৩
সকাল থেকেই বৃষ্টি

ঢাকা টেস্টে ভালোই প্রভাব ফেলছে বৃষ্টি। শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৭ ওভার। এর মাঝে বৃষ্টি হয়েছে দুই বার। তারপর দিনের শেষ সেশনে খেলা বন্ধ হয় আলো স্বল্পতার জন্য।

তার আগে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান। আজ রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে হবে করেও বিলম্ব হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত প্রথম সেশন গেল বৃষ্টিতে ভেসে।

ঘুর্ণিঝড় জাওয়াদ এর কারণে নিম্নচাপ থাকায় তিনদিন হালকা বৃষ্টিপাতের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে প্রথম সেশনে খেলা মাঠে না গড়ালেও মধ্যাহ্ন বিরতি শেষে অর্থাৎ বেলা ১২টা ১০ মিনিট থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। বলা হচ্ছে আজকের দিনে ৭৮ ওভার খেলা হবে।

গতকাল প্রথম দিনের প্রথম সেশনে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক (২৫) ও আবিদ আলী (৩৯)। অপরাজিত রয়েছেন বাবর আজম (৬০) ও আজহার আলী (৩৬)।

এম/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh