• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম টেস্ট

১৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১৫:৫৬

পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৮৬ রানে অল-আউট করে দিয়ে ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। টাইগাররা প্রথম ইনিংসে করেছিল ৩৩০ রান। তবে দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেও পড়েছে বিপাকে।

মাত্র ১৫ রানের মধ্যেই হারাতে হয়েছে ৩ উইকেট। শাহিন আফ্রিদির করা ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে সাদমান এলবিডব্লু হয়ে ফেরেন ৫ রানে। পঞ্চম বলে নাহমুল হাসান শান্ত স্লিপে থাকা আবদুল্লাহ শফিকের হাতে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই।

দলের অন্যতম ভরসা মুমিনুল হক খেললেন মাত্র দুটি বল, তাতে রানের খাতা খোলার আগে হাসান আলীর বলে মিড উইকেটে থাকা আজহার আলীর হাতে দিয়েছেন ক্যাচ।

দলের বিপাকে উইকেটে রয়েছেন প্রথম ইনিংসে ৯১ রান করা মুশফিকুর রহিম ও সাইফ হাসান। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫ রান। লিড নিয়েছে ৫৯ রানের।

এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ২৮৬ রান করলেও টাইগার স্পিনার তাইজুল ইসলাম তুলে নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে লিটন দাস খেলেন ১১৪ রানের ইনিংস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh