• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম টেস্ট

তাইজুলের নবমতম পাঁচ উইকেটে বিপাকে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১৩:৩৫
তাইজুল ইসলাম

টেস্ট ক্যারিয়ারে ৯ম বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এর আগেও পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন এই টাইগার স্পিনার। ২০১৫ সালে খুলনার পর এবার চট্টগ্রামে পেয়েছেন ইনিংসে ৫ উইকেট।

তাইজুলের ঘুর্ণিতে শঙ্কা জেগেছে পাকিস্তানের লিড নেয়ার। আবিদ আলীর ব্যাটে বড় লিড নেয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে সফরকারীদের।

তাইজুল তার ৩৭তম ওভারের তৃতীয় বলে হাসান আলীকে ফিরিয়ে পূর্ণ করেছেন ৫ উইকেট। এবারসহ তাইজুল মোট ৯ বার পাঁচ উইকেট নিয়েছেন। ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৮টি, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বপক্ষে ৬টি, একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৬টি, ২০১৫ তে পাকিস্তানের বিপক্ষে ৬টি, ২০১৮ তে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি, ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫টি, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি এবং ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।

তাইজুলের সঙ্গে মেহেদী মিরাজ ১টি ও এবাদত হোসেনের ২ উইকেটে লিড নেওয়া তো দূরে থাক, বাংলাদেশের করা প্রথম ইনিংসের স্কোর টপকানোও অসম্ভব হয়ে পড়েছে পাকিস্তানের সামনে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২৪০ রান, বাংলাদেশের স্কোর টপকাতে এখনও দরকার ৯০ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh