• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম টেস্ট

সকাল সকাল লিটনের বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ১০:০৭

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় নিলেন সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। চলতি টেস্টের প্রথম দিনে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৫ ওভারে ২৫৩ রান। লিটন দাস খেলা শেষ করেন ১১৩ রানে অপরাজিত থেকে। ক্যারিয়ারের প্রথমবার শতকের দেখা পাওয়া লিটন দাসের সামনে ছিল ডাবল শতকের হাতছানি। তবে আজ দ্বিতীয় দিনের শুরুতেই লিটনকে হারাতে হয়েছে।

৮৭তম ওভারের শেষ বলে হাসান আলীর বলে এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শেষ পর্যন্ত রিভিউ নিলে লিটনকে ১১৪ (২৩৩) রান করে ফিরতে হয়েছে সাজঘরে। এর মধ্য দিয়ে ভাঙল লিটন-মুশফিকের ২০৬ (৪২৫) রানের লম্বা জুটি। লিটন ফিরলেও মুশফিকুর রহিম রয়েছেন শতকের পথেই।

The Pakistan close-in fielders go up in appeal, Bangladesh vs Pakistan, 1st Test, Chattogram, 1st day, November 26, 2021

মুশফিকুর রহিম ব্যাট করছেন ৮৩ রানে, সঙ্গ দিচ্ছেন টেস্ট অভিষিক্ত ইয়াসির আলী। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh