• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউরোপা লিগের শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০১৭, ১৭:৫১

মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ ক্লাব আয়াক্সকে ২-০ গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছে তারা।

বুধবার রাতে স্টকহোমে ম্যানচেস্টার এরেনায় বোমা হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে শুরু হয় খেলা। শুরুতে দু’দলের আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা। তবে এর ফল পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ১৮ মিনিটে পল পগবার গোলে লিড পায় তারা। এরপর চেষ্টা করেও প্রথমার্ধে ম্যানইউ দূর্গ ভাঙতে পারেনি আয়াক্স। ফলে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ। ৪৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন আর্মেনিয় মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আয়াক্স। সুযোগ তৈরি হলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।