• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শেষ বল ছেড়ে দেওয়ার কারণ জানালেন নওয়াজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৩:৩৩
শেষ বল ছেড়ে দেয়ার কারণ জানালেন নওয়াজ
সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের হোয়াইট ওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। নাটকীয়তায় ভরা শেষ ম্যাচে মাহমুদউল্লাহরা হেরেছে ৫ উইকেটে। এ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করা ইনিংসের শেষ বলটি নিয়ে চলছে নানান তর্ক বিতর্ক। সে বলটি না খেলে ছেড়ে দেওয়ার পেছনের কারণ জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ৷

ঘটনাটি শেষ ওভারের শেষ বলের। ম্যাচ জিততে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ৮ রান। এমন সময় বোলিংয়ে এসে প্রথম ৫ বলে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেন মাহমুদউল্লাহ। শেষ বলে যখন পাকিস্তানের জয়ের জন্য ২ রান প্রয়োজন তখন ব্যাটিংয়ে নওয়াজ।

সেই বলে বোল্ড আউট হয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটার। যদিও নওয়াজ বল ছেড়ে দেওয়ায় সেটি ডেড বল দেন আম্পায়ার তানভির আহমেদ। ম্যাচ শেষে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি খোলাসা করেছেন নওয়াজ।

খানিকটা বুদ্ধিদীপ্ত বোলিং করতে গিয়ে উইকেটের বেশ খানিকটা পেছন থেকে বল ছাড়েন মাহমুদউল্লাহ। তবে মোহাম্মদ নওয়াজ বলটি ছেড়ে দেওয়ায় বলটিকে বাতিল বলে ঘোষণা করে দেন আম্পায়ার। অথচ, টিভি রিপ্লেতে দেখা যায়, রিয়াদের বল ছোড়ার মুহূর্তেও তা মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন নওয়াজ। তাই ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ তার স্পোর্টসম্যানশিপের জন্য প্রশংসা পেলেও সমালোচনার মুখোমুখি হয় পাকিস্তানের এই ব্যাটার।

ম্যাচ শেষে অবশ্য বল ছেড়ে দেওয়ার কারণ ব্যাখা করেছেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়া এক ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘আমি আসলে তখন নিচের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম৷ সে (মাহমুদউল্লাহ) বল ছুড়ে দেওয়ার পরই আমি ওপরে তাকিয়েছি। এ জন্য আমি ছেড়ে দিয়েছি।’

গুরুত্বপূর্ণ সেই বল খেলার আগের নিজের পরিকল্পনা নিয়েও জানিয়েছেন নওয়াজ, ‘শেষ বল খেলার আগে অপর প্রান্তের ব্যাটারের সঙ্গে কথা হচ্ছিল। সে চাচ্ছিল যাতে এক রান নিয়ে আগে ম্যাচ ড্র করি। তবে আমি খালি জায়গায় খেলে ম্যাচটা জেতাতেই চাচ্ছিলাম।’

টিএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
X
Fresh